অনলাইনে কিনুন মেয়েদের ইমিটশনের গহনা

অনলাইনে কিনুন মেয়েদের ইমিটশনের গহনা

যে কোন সামাজিক অথবা ঘরোয়া অনুষ্ঠানে মেয়েদেরকে আকর্ষণীয় রুপে সাজাতে মেয়েদের ইমিটেশনের গহনার কোন জুড়ি নেই। যদিও বিভিন্ন কসমেটিকস এর দোকানগুলোতে এইসব ইমিটশনের গহনার সম্ভার রয়েছে অনেক, তবুও যুগের সাথে তাল মিলিয়ে আপনি ও কিন্তু অনলাইনেই এখন এইসব ইমিটশনের গহনা কেনাকাটা করতে পারেন। অনলাইনে কোথায় এবং কীভাবে এইসব গহনা আপনি কিনবেন তা জানাতেই আমাদের আজকের আয়োজন।

কোথায় পাবেন ইমিটশনের গহনা

আজকাল তো হাতের কাছেই শুধুমাত্র নিজের এন্ড্রয়েড ফোন টি ব্যবহার করেই বিভিন্ন দেশীয় অথবা ইন্ডিয়ান ইমিটশনের গহনা এবং জুয়েলারি সেট এর হাজার হাজার কালেকশন দেখা যাচ্ছে। এতো এতো অনলাইন শপ গড়ে উঠেছে ইদানীং শুধুমাত্র মেয়েদের এই ইমিটশনের গহনার বেচাকেনার উপর ভিত্তি করে, রাস্তার ভীর ঠেলে অথবা অযথা সময় নষ্ট করে এখন আর কারো মার্কেটে যেয়ে এইসব গহনা কিনতে হচ্ছে না। 

একটা ট্রাস্টের অনলাইন সাইট masuka.net বেছে নিন আপনার ইমিটশনের গহনা কেনার জন্য। এই সাইটে মেয়েদের ফ্যাশনেবল দেশী বিদেশী বিভিন্ন ইমিটশের গহনা পাওয়া যায় খুব সুলভ মুল্যে। এবার এই সাইটের সমস্ত গহনার কালেকশন দেখুন,ওদের অর্ডার পলিসি জানুন এবং আপনার পছন্দের গহনাটা সিলেক্ট করে সে অনুযায়ী অর্ডার করে দিন।

ইমিটশনের গহনা কেনার সময় যা করনীয়

ইমিটশের গহনা কেনার সময় কিছুটা ট্রিকি অথবা সচেতন হলে আপনার ই লাভ। একটা ডিউরেবল এবং ভালো কোয়ালিটির ইমিটশনের গহনা কিন্তু অনেকদিন আপনাকে সুন্দর দেখাতে সাহায্যে করে। যাই হোক, অনলাইনে ইমিটশনের গহনা কেনাকাটার জন্য নিচের জিনিসগুলো খেয়াল রাখবেন।

১. প্রথমেই বলবো একটা বিশ্বস্ত এবং কোয়ালটি সার্ভিস দেয় এমন একটা অনলাইন স্টোর সিলেক্ট করুন।

২. খেয়াল করুন উনাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে কিনা।

৩. আগে যেসব কাস্টমার রা এই সাইট থেকে গহনা কিনেছেন তাদের রিভিউ দেখুন। সাইটের রিভিউ সাইটে গেলেই সমস্ত রিভিউ পাবেন।

৪. গহনা সিলেকশন এর পূর্বে আরেকবার ভালো করে ভাবুন, কোন উপলক্ষে আপনি এই গহনা ইউজ করবেন। ঘরোয়া পার্টির জন্য হালকা ডিজাইনের গহনা পছন্দ করুন। আর বিয়ে শাদি অথবা এ ধরনের অন্যান্য প্রোগ্রামের জন্য বেছে নিন ভারী ডিজাইনের গহনা।

৫. বিদেশি বিশেষ করে ইন্ডিয়ান অথবা জার্মান ইমিটশনের গহনা সিলেক্ট করার পুর্বে সীল গুলো ভালো করে দেখে নিন। সম্ভব হলে বার কোড স্ক্যানার দিয়ে বার কোড ডিটেইলস টা দেখে নিন।

৬. পাথর অথবা কুন্দনের গহনা অর্ডার করার সময় রিলেটেড ওয়েবসাইট অথবা পেজ এ দেখুন তাদের কোন কারেকশন পলিসি, ওয়ারেন্টি অথবা গ্যারান্টি আছে কিনা। এসব পলিসি ভালো করে চেক করে নেওয়াটা ওয়াইজ। আদারওয়াইজ কোনক্রমে যদি আপনার গহনার স্টোন অথবা কুন্দন পরে যায়, সেই গহনাটা আপনি আর ইউজ করতে পারবেন না।

৭. একবার গহনা কিনে ফেললে সেটার প্রতি যত্নশীল হতে ও ভুলবেন না যেন। গহনা ইউজ শেষে, সুন্দর করে টিস্যু দিয়ে মুড়িয়ে ড্যাম্প ফ্রি বক্সে সংরক্ষণ করুন।

৮.ভুলেও ইমিটশনের  গহনার উপর পারফিউম স্প্রে করবেন না। অনেকেই আছেন শাড়ী গহনা পরে ইচ্ছামতো বডি স্প্রে অথবা পারফিউম এদিকে সেদিকে স্প্রে করতে থাকেন। একটা কথা মনে রাখবেন, ইমিটশনের গহনার উপর এইসব স্প্রে করলে এগুলো ডিসকালার হয়ে যায়।

পরিশেষে,

দিন যত যাচ্ছে, স্বর্ণ এবং রুপার গহনার দাম বিভিন্নশ্রেণির মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে দ্রুতগতিতে। তবুও নারীদের অন্যতম সাজসজ্জার প্রধান অংশ গহনার ব্যবহার তো আর বন্ধ রাখা যায়না। তাই মানুষের অর্থনৈতিক সঙ্গতি এবং পারিপার্শ্বিক সিকিউরিটি সব দিক চিন্তা করলে ইমটিশনের গহনার কোন বিকল্প নেই।

ভালো একটা অনলাইন সাইট দেখে আপনার পছন্দের ইমিটশনের গহনার অর্ডার করুন,কোয়ালিটি এবং স্বাচ্ছন্দ্যে দু’টোই আপনার হাতের নাগালে চলে আসবে।

ধন্যবাদ সবাইকে।

No Comments

Leave a Comment

Your email address will not be published.