অনলাইনে কেনা কাটা ফোবিয়া দূর করবেন যে ভাবে?

অনলাইনে কেনা কাটা ফোবিয়া দূর করবেন যে ভাবে?

পাশের বাসার মিলি ভাবীর বাসায় সেদিন চায়ের দাওয়াত ছিলো। তো কথাপ্রসঙ্গে এক সময় উনি জানতে চাইলেন আমার ড্রেস টা কোথা থেকে কিনেছি।

অনলাইন থেকে কিনেছি বলার সাথে সাথেই মিলি ভাবীর হাসিমুখ টা কেমন যেন পরিবর্তন হয়ে গেলো।

কৌতুহল চাপাতে না পেরে জিজ্ঞেসই করে ফেললাম ভাবী আপনি কি অনলাইনে কেনাকাটা পছন্দ করেন না?

ভাবীর দ্রুত উত্তর করলেন-

মাথা খারাপ অনলাইনে শপিং করা পছন্দ করবো! একবার অনলাইনে শপিং করে যে বিপদে পরেছিলাম,  শেষ পর্যন্ত আমার ভিসা কার্ড এর ট্রানজিকশন কিছুদিনের জন্য ব্লক করে রাখতে হয়েছিলো।

মিলি ভাবীর মত এ সমস্যা কিন্তু অনেকেই ফেস করেছেন।অনলাইনে কেনাকাটা অনেকটা সময় সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত হওয়ার পরেও অনেকেই এখন ও অনলাইন থেকে কেনাকাটা করতে বিভিন্ন কারনে ভয় পান। এরমধ্যে কার্ডের তথ্যচুরি, ব্যাংকের ডিটেইল জেনে যাওয়া ইত্যাদি হলো প্রধান।

যাই হোক, কিছু টিপস ফলো করলে অনলাইনে আপনিও কিন্তু আপনার কার্ডটিকে সুরক্ষিত রেখেই আপনার মনমতো কেনাকাটা করতে পারেন।

১. প্রথমেই খেয়াল রাখুন আপনি কোন সাইট থেকে কেনাকাটা করছেন। যে সাইট থেকে কেনাকাটা করছেন, সাইটটি ট্রাস্টেড এবং সিকিউরড তো?যেসব ওয়েবসাইটের HTTP  এর শেষে S নেই, অর্থাৎ যেসব ওয়েবসাইট ডাটা এনক্রিপশন করেনা তাদের সাইট থেকে ভুলেও আপনার কার্ড দিয়ে কিছু পেমেন্ট করতে যাবেন না।

২. সুখ্যাতি এবং ভালো রিভিউ আছে এমন কোন সাইট ছাড়া কেনাকাটা যতটা সম্ভব না করাই ভালো।

৩. আপনার ব্রাউজার টি রেগুলার আপডেট রাখবেন। এবং কার্ড দিয়ে পেমেন্ট করার সময় কোন পপ আপ মেসেজ আসলে তা ক্লিক করা থেকে নিজেকে বিরত রাখুন।এছাড়াও অনেক সময় বেশ লোভনীয় অফার নিয়ে অনেক মেইল আসে, ভুলেও সেসব মেইল ওপেন করা থেকে বিরত থাকুন।

৪.কেনাকাটা করার পরে পাব্লিক ওয়াইফাই ইউজ করে কার্ড দিয়ে পেমেন্ট করবেন না। একান্তই যদি দরকার হয় ভিপিএন ইউজ করতে পারেন।

৫. ফিশিং সাইট কে এভোয়েড করুন। আপনি যে ওয়েবসাইট থেকে কেনাকাটা করছেন তার রিভিউ যতটা সম্ভব নিন।

৬.ক্রেডিট কার্ডে তুলনামূলক কেনাকাটা নিরাপদ। যেহেতু ডেবিট কার্ড আপনার ব্যাংক একাউন্টে যুক্ত সরাসরি তাই হ্যাকাররা আপনার ব্যাংক একাউন্টটি হ্যাক করার স্কোপ পেতে পারে। অপরদিকে ক্রেডিট কার্ডে টাকা লিমিটেড থাকে, এবং একটা নির্দিষ্ট অংকের পর আপনি যদি আর পে না করেন, নতুন করে আর কিছু কিনতে পারবেন না।সো  একবার টাকা  শেষ হবার পরে নতুন করে আর টাকা কাটার কোন স্কোপ থাকবেনা একদম।

৭. আপনার ব্যাংকের সকল আপডেট স্ট্যাটমেন্ট,  ট্রানজেকশন রিপোর্ট সব ভালো করে খেয়াল করুন। কোন ট্রানজেকশন এ আপনার সন্দেহ হলে দ্রুত ব্যাংকে যোগাযোগ করুন এবং সকল ডিটেইলস জানেন।

৮.আপনার মোবাইল টিকে আগে সুরক্ষিত রাখুন।এটিকে ম্যালওয়ার মুক্ত রাখার জন্য ভালো কোন এন্টিভাইরাস ডাউনলোড করুন।

৯.কেনাকাটার পরে কার্ড দিয়ে পেমেন্ট করে ফেলার পর যে একটা কনফার্মেশন মেইল পাবেন, সেটি খেয়াল করুন।

১০. সর্বোপরি যদি অনলাইন কেনাকাটার সময় আপনি কোনভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হোন অথবা  আপনার কার্ডটি যদি হ্যাক অথবা আপনার কার্ড থেকে যদি অনাকাঙ্ক্ষিত ট্রানজেকশন হয় আপনি দ্রুত সাইবার ক্রাইম ইউনিট অথবা নিকতস্থ থানার  সাথে যোগাযোগ করুন।

পরিশেষে,

দিন যত যাচ্ছে,অনলাইনে ঝামেলাহীন কেনাকাটার সুযোগ ততই কিন্তু বাড়ছে। আমাদের দেশেও কার্ডের সিকিউরিটি এখন আগের তুলনায় অনেক বেশী। আর  কেনা কাটা যদি আপনি একটা ট্রাস্টেড ওয়েব সাইট masuka.net থেকে করেন, তাদের অনেক দ্বায়বদ্ধতা থাকে আপনাকে একটা সুরক্ষিত কার্ডের লেনদেন এ অংশগ্রহণ করানোর।

তো অনলাইনে কেনাকাটার ফোবিয়া এবার ঝাড়ুন, ধুমসে কেনাকাটা করা আরম্ভ করুন।।

ভালো থাকবেন।

ধন্যবাদ।

No Comments

Leave a Comment

Your email address will not be published.