গড়ন অনুযায়ী আপনার পোশাক নির্বাচন কেন জরুরী?

গড়ন অনুযায়ী আপনার পোশাক নির্বাচন কেন জরুরী?

আমাদের সবার দৈহিক অবয়ব এক নয়। আমাদের মধ্যেই কেউ হয়তো মোটা,কেউ চিকন,আবার কারো উচ্চতা একটু বেশী কারো উচ্চতা স্বাভাবিক এর চেয়ে কিছুটা কম। তবে স্বাভাবিক উচ্চতা, এবং স্বাভাবিক হালকা পাতলা ধাঁচের মানুষের কিন্তু অভাব নেই আমাদের আশেপাশে।

কথা হচ্ছে, একটা ফর্সা মেয়ে চাইলেই পারে যে কোন রঙের একটা শাড়ী বা জামা পরতে। যে কোন রঙ নির্বাচন করার জন্য তার একবার ও ভাবতে হয়না এই রঙ টা কি আমাকে মানাবে! কিন্তু একটু চাপা অথবা শ্যাম বর্ণা মেয়েদের কিন্তু রঙ সিলেক্ট করার সময় অনেক চুজি হতে হয়।

তো শরীরের গড়ন টাও একই রকম।গড়ন মাঝারি বা স্ট্যন্ডার্ড সাইজ হলে ড্রেস সিলেক্ট করার ক্ষেত্রে অপশন বেশি থাকে। কিন্তু একজন মোটা/ চিকন অথবা লম্বা/খাটো মানুষের কিন্তু কিছুটা বুঝে শুনেই নিজেদের ড্রেস পছন্দ করতে হয়।

আজকের সেশনে আমরা আপনাদের জানিয়ে দিবো গড়ন অনুযায়ী আপনার পোশাক নির্বাচন কেন জরুরী? এবং শরীরের গড়ন অনুযায়ী  কীভাবে তা নির্বাচন করবেন।

চলুন শুরু করি-

গড়ন অনুযায়ী আপনার পোশাক নির্বাচন কেন জরুরী?

প্রথম এবং প্রধান কারন, আপনি যদি আপনার শরীরের গড়ন অনুযায়ী আপনার পোশাক নির্বাচন না করেন, তাহলে আপনাকে স্মার্ট লাগবে না  এবং সুন্দর ও লাগবে না। বিশেষ করে আপনি যখন কোন প্রোগ্রামে যান, আপনার জন্য তখন মোস্ট ইম্পর্ট্যান্ট মেটার হলো-আপনার শরীরের গড়ন ও রঙ অনুযায়ী আপনার ড্রেস পছন্দ করা।

দ্বিতীয়ত আপনাকে অ-সুন্দর বা উদ্ভট লাগবে দেখতে এটা যেমন বিব্রতকর তেমনি এটা অনেক ইরিটেটিং ও।

মানুষ পোশাক নির্বাচন করে নিজের বুদ্ধিমত্তার প্রকাশ, পার্সোনালিটি এবং রুচিবোধ কে সুন্দর ভাবে এক্সপোজ করার জন্য। তাই আপনি যদি এ নিয়মের ব্যত্যয় করেন, আপনাকে সুন্দর লাগবে না, রুচিশীলও মনে হবে না।

সো বুঝেছেন কেন আপনার শারীরিক কাঠামো কে টার্গেট করে আপনার ড্রেস চুজ করা উচিৎ ?

এবার চলুন দেখি শরীরের গড়ন অনুযায়ী কীভাবে ড্রেস পছন্দ করবেন-

প্রথমেই দেখি তুলনামূলক চিকন গড়নের মেয়েরা কীভাবে ড্রেস সিলেক্ট করবেন

সাধারণত চিকন গড়নের মেয়েরা যদি একেবারে টাইট ফিট ড্রেস পরেন, তাহলে তাদের আরো চিকন মনে হবে৷ তাই এ ধরনের মেয়েদের উচিৎ কিছুটা ফোলা ফোলা টাইপ ভারী ফেব্রিকের ড্রেস বা শাড়ী পরা।

অনেক ভারী কাজ, ভারী ডিজাইন ইত্যাদি এ ধরনের মেয়েদেরকে কিছুটা মোটা দেখাতে সাহায্যে করবে। প্রিন্ট নির্বাচনের এসব মেয়েদের উচিৎ হবে বড় বড় প্রিন্ট নির্বাচন করা। গায়ে একদম লেগে থাকে এরকম ড্রেসে রোগা মেয়েদের দেখতে আরো রোগা লাগে।

মাঝারী গড়নের মেয়েদের জন্য

মাঝারি ধরনের মেয়েদের জন্য প্রায় সকল অপশন খোলা। তার মানে হলো এরা চাইলে ফিটিং জামাও পরতে পারবে আবার চাইলে ঢোলা ঢালা জামাও পরতে পারবে। তবে বেশী ফুলে থাকে এমন কিছু এই গড়নের মেয়েদের এড়িয়ে যাওয়াই ভালো। আর হ্যাঁ যদিও মাঝারী স্বাস্থ্যের মেয়েরা যে কোন ড্রেস বা শাড়ী পছন্দ করতে পারেন,তবুও মসলিন, টিস্যু জাতীয় শাড়ী এড়িয়ে যাওয়া টা এই সাইজের মেয়েদের জন্য অনেক ইফেক্টিভ।

মোটা গড়নের মেয়েদের জন্য

শাড়ী বা জামা যেগুলো ফুলে থাকে, সেগুলো মোটা মেয়েরা এড়িয়ে যাবেন। পাশাপাশি খুব ভারী কাজ, ভারী ডিজাইন অনেক ভারী ফেব্রিকস ইত্যাদি পারতপক্ষে মোটা মেয়েরা  একদমই পরবেন না। রঙ নির্বাচনের ক্ষেত্রে হালকা রঙ প্রেফার করবেন। অনেক ডিপ রঙ ইউজ করলেও মানুষকে আরো মোটা দেখায়।

যাই হোক,যেসব কাপড় গায়ের সাথে লেপ্টে থাকে সেগুলো সিলেক্ট করুন।জামা বা ব্লাউজ কিছুটা ফিটিংস করে বানাবেন। আর অবশ্যই প্রিন্ট পছন্দের ক্ষেত্রে আমার একটাই সাজেশন,  পারলে বড় ছোট সব প্রিন্টই এড়িয়ে চলুন।

উচ্চতা অনুযায়ী কাপড় নির্বাচন

লেগিংস, চুড়িদার  জিন্স ইত্যাদি খাটো মেয়েদের মানায় ভালো৷ তাছাড়া খাটো মেয়েদের উচিৎ ছোটছোট টপস বা গেঞ্জি এড়িয়ে যাওয়া।মাঝারি সাইজের টপস, জামা সাথে লম্বালম্বি স্ট্রাইপের প্যান্ট অথবা পাজামা খাটো মেয়েদের মানিয়ে যায়।

লম্বা মেয়েদের খাটো পোশাক, মাঝারি পোশাক সবকিছুতেই ভালো লাগে।

পরিশেষে,

বুঝলেন তো কেন গড়ন অনুযায়ী আপনার পোশাক নির্বাচন কেন জরুরী? পোশাক এবং আপনার শরীর দুয়ে মিলে যেন এক লঙ্কাকাণ্ড।  আপনি যদি শরীরের গড়ন না  বুঝেই ড্রেস কিনে নেন, না আপনাকে সেটাতে সুন্দর লাগবে না আপনার মধ্যে কোন স্যাটিসফেকশন  কাজ করবে।

সুতরাং এখন থেকেই শুরু করুন আপনার শরীরের গড়ন অনুযায়ী ড্রেস পছন্দ করা

ধন্যবাদ।

No Comments

Leave a Comment

Your email address will not be published.