মেয়েদের অনলাইন ফ্যাশন বৈচিএ ৭ টিপস

মেয়েদের অনলাইন ফ্যাশন বৈচিএ ৭ টিপস

দিন যেমন বদলেছে, বদলেছে মানুষের জীবনযাপন চিন্তাভাবনা এবং লাইফস্টাইল। বছর কয়েক আগেও কেনাকাটা বললেই যেতে হবে কাছের কোন শপিং মল কিংবা মার্কেটে এটাই ছিলো অনিবার্য।

সময় এখন পাল্টে গেছে, এখন আর কেনাকাটার জন্য ঘরের বাইরে যাবার প্রয়োজন পরে না। মানুষ নিজের বেড রুমে বসেই অনলাইনে বিভিন্নরকম পণ্যের সম্ভাহার থেকে নিজের জন্য ভালো একটা পছন্দ করতে পারছেন এবং সে অনুযায়ী অর্ডার ও করে দিচ্ছেন।

আমাদের দেশের ফ্যাশন প্রিয় মানুষের তালিকায় মেয়েরাই বরাবর ছিলো শীর্ষে। তাই শপিং মলের ভীর এড়িয়ে কীভাবে ঘরে বসেই মেয়েরা অনলাইন থেকে নিজের পছন্দ মতন নিজের জন্য ড্রেস কালেক্ট করতে পারেন তার জন্য আজকে আমরা নিয়ে এসেছি সামাণ্য কিছু টিপস। চলুন দর্শক চলে যাই বিস্তারিত পর্বে-

১। গতানুগতিক ডিজাইন কে না বলুন

সবাই যে ধরণের পোষাক পরছে, আপনাকেও একই পোষাক পরতে হবে এই ধারণা থেকে বের হয়ে আসুন। গতানুগতিক ডিজাইন, ফ্যাশন ইত্যাদির বাইরে নিজের পছন্দ এবং রুচির আলাদা একটা ট্রেন্ড বজায় রাখুন। আপনি শাড়ি বা সালোয়ার কামিজ যাই পরিধান করুন না কেন, সবসময় চিন্তা করুন এটা কিভাবে আরো স্টাইলিশ করা যায় যাতে আপনার ও ভালো লাগে পাশাপাশি অন্যদের কাছেও দৃষ্টিনন্দন এবং উপভোগ্য মনে হয়।

২। সিলেকশন করুন ঋতু অনুযায়ী

শীত আর গ্রীষ্ম অথবা বর্ষা বিভিন্ন সিজনে আপনার ফ্যাশন চয়েজ ও ডিফারেন্ট হবে এটাই স্বাভাবিক। ঋতুভেদে যে পোশাক টি আরামদায়ক এবং রুচিসম্পন্ন  সেটাই আপনার জন্য নির্বাচন করবেন সবসময়।

৩। সিম্পল ইজ দ্যা বেস্ট

আপনি ফ্যাশনেবল তার মানে এই না আপনি সবসময় হেভি গেট আপ এ থাকেন। আপনি অনলাইনে এমন অনেক শো রুম পাবেন যাদের কয়েক শো কালেকশন রয়েছে শুধু সিম্পল ডিজাইন কিন্তু রুচিতে অনবদ্য এরকম ধাঁচের।তারপরেও ভারী ডিজাইনের ড্রেস পরিধান করতে চাইলে অন্তত আপনার মেক আপ এবং অর্নামেন্টস যেন লাইট হয় সেই দিকে খেয়াল রাখুন।

৪। ট্রেন্ড ফলো করুন

হয়তো ভাবছেন কিছুক্ষণ আগেই আমি না করলাম গতানুগতিক হতে এখন আবার বলছি ট্রেন্ড ফলো করতে! আপনার নিজস্ব ফ্যাশন স্টাইলে অবশ্যই আপনি গতানুগতিক হবেন না।কিন্তু আপনার স্বকীয়তা বজায় রেখে আপনি চলতি ট্রেন্ড অবশ্যই ফলো করবেন। কোন স্টাইলের ড্রেস এখন বাজারে চলছে, কোন ধরনের কুর্তি বেশি জনপ্রিয় এগুলো আপনি অনলাইনে কিছুক্ষণ ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন।

৫। শুধু পোশাক নয়, আপনার জুয়েলারি সিলেকশন এ ও ফ্যাশনেবল হোন

মানানসই জুয়েলারি,  ব্যাগ ঘড়ি এমনকি আপনার জুতোজোড়া ও সিলেকশন করার আগে আপনি কোনধরনের ড্রেস পরছেন তার উপরে নির্ভর করে ফাইনাল করুন। বেমানান জুয়েলারি অথবা বেমানান মেকাপ দুটোই কিন্তু আপনার গোটা ফ্যাশনের বারোটা বাজিয়ে দিতে পারে। সো,  চুজি হোন, সাবধানী হোন

৬। মেকাপ হালকা, মেকাপ ভারী

এইখানে কন্ট্রাস্ট রুল মেনে চলুন। যেমন, ভারী ড্রেস এর সাথে হালকা মেকাপ করুন আবার হালকা ড্রেস এর সাথে ভারী মেকাপ করুন। আবার বিভিন্ন পার্টি যেমন বিয়ে-শাদির ক্ষেত্রে ভারী ড্রেস এর সাথে কিছুটা ভারী মেকাপ করে নিতে পারেন।

৭। বেছে নিন ট্রেন্ডি শো রুম

এ ক্ষেত্রে আমার পছন্দ হলো Masuka.net

আমি নির্ধিদ্বায় এখান থেকে যে কোন পোশাক অর্ডার করতে পারি। একটা ট্রেন্ডি শো রুম এর এডভান্টেজ হলো এরা সবসময় সময়, রুচি, কমফোর্ট ইত্যাদি বিবেচনা করে তাদের ড্রেস কালেকশন করে। সো আপনিও কিছুটা অনলাইন রিসার্চ করুন, কাস্টমার রিভিও দেখুন এবং একটা ভালো, বিশ্বস্ত শো-রুম বেছে নিন।

পরিশেষে,  মোদ্দা কথা হলো আপনি যাই পরিধান করুন না কেন তা যেন আপনার ফ্যাশন এবং ব্যাক্তিত্ব দুটোকেই হাইলাইট করে। আর অনলাইনে যেহেতু অনেক কালেকশন দেখার এবং রিসার্চ করার স্কোপ  রয়েছে তাই মেয়েদের জন্য এখানে নিজেদের ফ্যাশন এক্সেসরিজ সিলেকশন করার সুযোগ ও বেশী রয়েছে।

আজকের মতো এতটুকুই।

ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।

*Picture own source

No Comments

Leave a Comment

Your email address will not be published.