মেয়েদের অনলাইন শপিং এবং এক চলমান মাইলফলক

মেয়েদের অনলাইন শপিং এবং এক চলমান মাইলফলক

বর্তমান যুগে মেয়েদের যে কোন কেনাকাটার ক্ষেত্রে এক যুগান্তকারী মাইলফলক হলো মেয়েদের অনলাইন শপিং ব্যবস্থা। অনলাইনে আজকালকার মেয়েরা তাদের প্রিয় এবং পছন্দের যে কোন কেনাকাটা ঘরে বসেই এক ক্লিকে বাছাই করা থেকে শুরু করে বাসায় বসে খুব অল্প সময়ে তা হাতে পাওয়ার ব্যবস্থা ও করে নিতে পারছে। এবং এইযে ঘরে বসেই  অনলাইনে নিজের পছন্দের কেনাকাটা,  এসবই সম্ভব হচ্ছে বিভিন্ন অনলাইন ভিত্তিক শোরুম গুলোর কারনে।

যাই হোক, মেয়েদের অনলাইন শপিং। এই অনলাইন শপিং করার সময় কোন কোন বিষয়গুলো কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিৎ আর কোন বিষয় গুলিকে একদম এড়িয়ে যাওয়া উচিত, তা কিন্তু সব মেয়েদের জানা উচিৎ খুব ভালোভাবে।

অনলাইন শপিং কেন করবেন?

প্রশ্নটা এরকম হলে কেমন হয়, “অনলাইন শপিং কেন করবেন না!” অনলাইন শপিং কিন্তু প্রযুক্তিগত উন্নতি বা ডেভেলপমেন্ট এর-ই একটা ফসল। আপনি চিন্তা করে দেখেন, এই যে দিন দিন যত ভালো ভালো ব্যবস্থা বা সিস্টেম আপগ্রেড হচ্ছে আমাদের জন্য, অনলাইন শপিং কিন্তু সেরকমই একটা সিস্টেম।

আগে ঈদের শপিং এ সেই নিউমার্কেট অথবা উত্তরাতে প্রচন্ড ভীর ঠেলে শপিং এ যখন যেতাম- মনে আর চাইতোনা এত কষ্ট করে ঈদের শপিং করি। তাছাড়া ছোটখাটো কোন দরকার হলেও হুট করে সেই মার্কেটে যাওয়া কেমন অস্বস্তি লাগতো না?

অথচ এখন কত সুবিধা হয়েছে ভেবেছেন? আপনার দোকানে দোকানে যেতে হচ্ছেনা, দোকানদারকে এটা দেখান ওটা দেখান বলতে হচ্ছেনা এমনকি দরদাম ও অনেক কম করতে হয় এখন।

রোদ অথবা বৃষ্টি,  কোনকিছুতেই এখন আর আপনার প্রিয় কেনাকাটা কে প্রভাবিত করতে পারবে না। আপনার সময় এবং কায়িক পরিশ্রম দু’টোই  বেচে যায় এই অনলাইন কেনাকাটার মাধ্যমে।

আর মেয়েদের জন্য তো আরো সুবিধা হয়েছে। ভীর ঠেলে শপিং করতে গিয়ে মেয়েরাই সবচাইতে বেশী ভোগান্তিতে পরে। তাই বিভিন্ন হ্যারাসমেন্ট থেকে রক্ষা পেতেও অনলাইনে জামা কেনা কাটা থেকে শুরু করে যে কোন শপিং এর কোন বিকল্প নেই আজকাল।

অনলাইন শপিং, কোথায় করবেন কোথায় করবেন না?

বলা হয়ে থাকে মেয়েরা কিছুটা আবেগী হয়ে থাকে। ভাবছেন কেনাকাটার সাথে আবেগের রিলেশন আবার আনলাম কেন? এই যেমন হুট করে কোন মেয়ের টাইমলাইনে কোন  পেজ থেকে নীল রঙের একটা শাড়ীর সেল পোস্ট এলো- অনেক মেয়েরাই আছেন, শুধু নীল রঙ দেখেই হুট করে অর্ডার টা করে ফেলেন। আমার কথা হচ্ছে, শুধু শাড়ী, জামা বা অন্যান্য মেয়েদের ড্রেস দেখতে সুন্দর এই এক কারনেই আপনি অর্ডার টা করে দিতে পারেন না। অনলাইনে কেনাকাটার আগে আপনাকে বেশ কিছু জিনিস ভাবতে হবে। যেমন, পেজটা ট্রাস্টেড কিনা, পেজ এ রিভিউ আছে কিনা, থাকলে রিভিউ গুলো পজিটিভ না নেগেটিভ, এবং পেজের সাথে সাথে যাদের ওয়েব সাইট আছে অবশ্যই তাদের দায়বব্ধ তা আলাদা এটা নিশচয়ই বুঝতে পারছেন, একটা ফেসবুক পেজ কিনতু যখন তখন বন্ধ হয়ে যেতে পারে কিন্তু একটা ওয়েব সাইটের কিন্তু অনেক দায়ব্ধতা থাকে, চাইলেই একটা ওয়েব সাইট যখন ইচ্ছা বন্ধ করা যায় না, এর সাথে অনেক মানুষ অনেক সংস্হা জড়িত থাকে, থাকে সরকারি কাগজ পএের ঘেরাটোপ, তাই ওয়েবসাইটের ভূমিকা ও গুরূত্ব অনেক।

ইদানীং অনেক নতুন নতুন অনলাইন শপিং স্টোর তৈরী হয়েছে যেখানে মেয়েদের অনলাইন ড্রেস  এবং শাড়ী কালেকশন রয়েছে প্রচুর । কথা হচ্ছে এগুলো সবগুলোই কি কোয়ালিটি সার্ভিস দেয়? না দেয়না। তবে এটাও ঠিক অনেকে আবার অনেক ভালো এবং গুনগত সার্ভিস ও অনলাইনেই দিয়ে থাকে। সো মেয়েদের উচিৎ ভালো করে যাচাই-বাছাই করার পরে অনলাইনে কোনকিছু কেনাকাটা করার জন্য অর্ডার কনফার্ম করা।

Masuka.net নাম শুনেছেন হয়তো ইতিমধ্যেই। এই অনলাইন শপিং স্টোর টি নতুন। কিন্তু মেয়েদের কেনাকাটার জন্য এদের ভ্যারাইটিস অফ কোয়ালিটি কালেকশন একটা মেয়েকে শুধু মুগ্ধই করেনা, পাশাপাশি বিশ্বস্ততার সাথে পছন্দের জিনিস টা আপনার হাতে পৌছানো অবদি সকল দ্বায়বদ্ধতা ও এরা নিয়ে থাকে। মেয়েদের ফ্যাশন বৈচিত্রতা রক্ষায় এ অনলাইন শপিং স্টোর টি বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে।

আপনারা চাইলে অন্তত একবার এদের ওয়েবসাইটে ঢুঁ মেরে আসতে পারেন।

কি কি কেনা যায় অনলাইন শপিং স্টোর গুলো থেকে

কি কি কেনা যায়না! দেশী বিদেশী শাড়ী জামা জুতা গহনা ব্যাগ বই খাতা কসমেটিকস থেকে শুরু করে এমন কিছু নেই যা মেয়েরা অনলাইনে কেনাকাটা করতে পারে না। মেয়েদের নিত্য ব্যবহার্য দ্রব্যাদি থেকে শুরু করে বিয়ে শাদি অথবা বিশেষ কোন অনুষ্ঠান অথবা উপলক্ষ সবকিছুরই এ টু জেড কেনাকাটা করা যায় এখন অনলাইন থেকে।

শুধু কাপড়চোপড় অথবা পরিধেয় বস্তু কেন? যেসব মেয়েরা একা ঘর সামলায় তাদের জন্য এই অনলাইন থেকেই সংসারের চাল ডাল থেকে শুরু করে ছোট মাছ অবদি সব কেনাকাটা করার সুযোগ এখন অনলাইনে রয়েছে।

মোদ্দা কথা কোন মেয়ে যদি ভাবে যে আমি মার্কেটে যাবোনা, ঘরে বসেই আমার যাবতীয় জিনিস সব কিনবো। অনলাইন কেনাকাটা তার জন্য অনেক সুযোগ এবং সুবিধা নিয়ে প্রস্তুত রয়েছে সবসময়।

পরিশেষে

মেয়েদের অনলাইন কেনাকাটা শুধু মেয়েদের সময় অথবা শারীরিক পরিশ্রম সেফ করে দিচ্ছে তা কিন্তু নয়। অনলাইনে কেনাকাটার দরুন মেয়েরা আরো বেশী সময় দিতে পারছে নিজেদের অন্যান্য কাজে এবং পাশাপাশি মার্কেটের ভীর থেকে সৃষ্ট অনেক জটিলতা কেও এভোয়েড করতে পারছে।

সত্যিই অনলাইন কেনাকাটা এক যুগান্তকারী মাইলফলক মেয়েদের জন্য, যা একাধারে মেয়েদের পছন্দের যত্ন নেয় খুব সুন্দর, সুনিপুন এবং কেয়ারিং উপায়ে।

ধন্যবাদ সবাইকে।

No Comments

Leave a Comment

Your email address will not be published.