প্লাস সাইজ মেয়েদের ফ্যাশন চিন্তা

প্লাস সাইজ মেয়েদের ফ্যাশন চিন্তা

দিন অনেক পাল্টেছে। মানুষ এখন তাদের ফ্যাশন নিয়ে অনেক সচেতন।কিছুদিন আগেও ফ্যাশন সচেতন বলতে আমরা স্লিম বডির কারোর ফ্যাশন চর্চা, রুচি ইত্যাদিকেই মিন করতাম। কিন্তু ফ্যাশন শব্দটা সর্বজনীন। আমরা যেমন ফ্যাশন শো তে ছিমছাম শরীরের মডেল এর ক্যাটওয়ার্ক দেখি। আসলে বাস্তবিক কি মানুষ সবাই এমন ছিমছিমে শরীরের? নাহ সবাই এরকম না। আমরা কেউ ছিমছাম শরীরের, কেউ বা আরো হালকা পাতলা গড়নের আবার কেউ বা একটু মোটা গড়নের( প্লাস সাইজের) ।

ছিমছাম শরীরের মানুষ এর ফ্যাশন চুজ সার্বজনীন হতে পারে। এবং যে কোন ড্রেস, ফেব্রিক অথবা রঙ নির্বাচনে তাদের কষ্ট তুলনামূলক অনেক কম।

যাই হোক তাই বলে মোটা গড়নের মেয়েরা কেনই বা পিছিয়ে থাকবে! আজকের নিবন্ধে আমরা আলোচনা করবো তুলনামূলক ভারী গড়নের মেয়েদের বা প্লাস সাইজ  মেয়েদের ফ্যশন সিলেকশন কেমন হওয়া উচিৎ।

১।প্রথমেই স্কিন টাইট ফিট কাপড় এড়িয়ে যান। অনেকেই মনে করে মোটা গড়নের মেয়েদের টাইট ফিট ড্রেস পরিধান করলে তাদেরকে স্লিম দেখা যায়। বাস্তবিক অর্থে হয় তার উলটো। তাই আপনি মোটা ফিগারের হয়ে থাকলে সবসময় চেষ্টা করুন কিছুটা ঢোলাঢালা ডিজাইনের কাপড় পরিধান করতে।

২।দ্বিতীয়ত, রঙ নির্বাচনে ও আপনার হালকা লাইট রঙ বেছে নিন। লাইট রঙ যেমন,ল্যাভেন্ডার, লাইট পার্পল,পিচ, লাইট অলিভ এরকম আরো বহু  রঙ আছে যা আপনাকে ভারী দেখানোর পরিবর্তে আপনাকে দেখাবে তুলনামূলক স্লিম।

৩। ড্রেস মেটারিয়ালস সিলেকশন এ চুজি হোন।সিল্ক, ডেনিম ইত্যাদি ফেব্রিক ভারী গড়নের মানুষের জন্য পার্ফেক্ট। যদি আপনার প্রিন্ট পছন্দ হয় তাহলে সুতির ফেব্রিকস এর উপর ছোট ছোট প্রিন্ট বেছে নিতে পারেন।

৪। স্ট্রাইপড পোশাক বেছে নিন।স্ট্রাইপড এর পোশাক,সাধারণত লম্বালম্বি স্ট্রাইপের পোশাক বেছে নিতে পারে একটু ভারী শরিরের মেয়েরা।আড়া আড়ি স্ট্রাইপগুলো এক্ষেত্রে মোটা গড়নের মেয়েদের এড়িয়ে যাওয়াটাই সমুচিত।

৫। খুব লম্বা, খুব ঝোলা টাইপের অথবা ঘের ওয়ালা কামিজ এড়িয়ে যান। আবার খুব খাটো কামিজ ও মোটা শরীরে ভালো লাগবে না। তাই মাঝামাঝি কিছু একটা নির্বাচন করুন।

৬।ভারী ডিজাইন, ভারী কাপড় ইত্যাদি এড়িয়ে যাবেন। যদি আপনার টিশার্ট পরার অভ্যাস থাকে তাহলে ম্যাচিং করে ভারী ডেনিমের ফিটিং প্যান্ট পরিধান করবেন।

৭। কামিজের সাথে গতানুগতিক পাজামা না পরে কিছুটা অন্যরকম করে ট্রাই করুন।যেমন অযথা অনেক ঘেরওয়ালা অথবা অনেক কুচি বাদ দিয়ে চেষ্টা করুন দু একটা কুচি কেবল পাজামার সামনে পেছনে দিতে। এতে শরীরের ভারী ভাব কম বোঝা যাবে।

৮। স্লিভলেস কামিজ অথবা ব্লাউজ এড়িয়ে যাওয়াই ভালো ভারী গড়নের মেয়েদের জন্য।শুধু স্লিভলেস নয়, ছোট স্লিভ ও এড়িয়ে যেতে সাজেশন দিই আমি। এর বদলে থ্রি কোয়াটার স্লিভের মধ্যে বিভিন্ন ডিজাইন করে নেওয়া যেতে পারে। এটা যেমন দৃষ্টিনন্দন হবে তেমনি ভারী গড়নের শরীরকে হালকা পাতলাও দেখাবে।

৯।বড় গলার জামা, টপস, ব্লাউজ  ইত্যাদি পরিধান করবেন না। অনেকে আছেন যারা পেছনে জামার গলা অনেক বড় দেন। এতে মানুষেকে আরো মোটা দেখায়। গলা ছোট রাখবেন। আর যদি কলার গলা পরেন, তাহলে সামনে ভি, মেট্রো অথবা গোল গলা দিতে পারেন।

১০। টিস্যু, মসলিন অথবা সিল্ক জামদানি, কাতান এইসব কাপড় পরিধান করলে কেমন ফুলে ফেপে থাকে। তাই আরো বেশী মোটা দেখায়। সম্ভব হলে এসব ফেব্রিকের কামিজ অথবা শাড়ী দুটোই এভোয়েড করুন।

পরিশেষে,

প্লাস সাইজ মেয়েদের ধারণা কোন ড্রেসেই তাদের মানাবে না। তারা যেটাই পরুক, তাদের দেখাবে কুঢপা এবং মোটা।

তাদের এ ধারণা কিন্তু মোটেও ঠিক নয়। ঠিকঠাক পোশাক নির্বাচন করতে পারলে মোটা মেয়েদেরকেও লাগবে অনন্যা এবং প্রচন্ড সুন্দর।

প্লাস সাইজ মেয়েদের ফ্যাশন চিন্তা দুর করার জন্যই Masuka.net তাদের অনলাইনে শোরুমে এনেছে বিভিন্ন প্লাস সাইজের সুন্দর সব কালেকশনস।

তো আপনি যদি প্লাস সাইজ হয়ে থাকেন, এবং কোথাও আপনার পছন্দের পোশাক টি না পেয়ে থাকেন,  masuka.net র একবার ঢুঁ মেরে আসতে পারেন।

বিশ্বাস রাখেন, একদম হতাশ হবেন না গিয়ে।

ধন্যবাদ।

*Picture own source

No Comments

Leave a Comment

Your email address will not be published.