লং কুর্তি ফ্যাশন এ নতুন দিগন্ত যোগ করেছে, আপনি ট্রাই করছেন কি?

লং কুর্তি ফ্যাশন এ নতুন দিগন্ত যোগ করেছে, আপনি ট্রাই করছেন কি?

কুর্তি বিশেষ করে লং কুর্তির জনপ্রিয়তা এখন তুঙ্গে।  টিন এজ থেকে শুরু করে পরিণত বয়সের নারীরা সবাই তাদের ব্যস্ততম সময়ে আজকাল লং কুর্তি গুলো বেছে নিতে বেশ স্বাচ্ছন্দ্যে বোধ করেন। লং কুর্তি গুলোর আরামদায়ক ফেব্রিকস,  নজরকাড়া ডিজাইন, ট্রেন্ডি লুক এবং শালীন এপেয়ারেন্স সব মিলিয়ে ছোট বড় যে কোন বয়সের নারীদের কাছে একে করেছে এতো আকর্ষণীয় এবং জনপ্রিয়। 

তো পাঠক, আপনি কি এখনো এই ট্রেন্ডি লং কুর্তি গুলো ট্রাই করেছেন নিজের জন্য? যদি এখনো আপনি লং কুর্তি পরে না থাকেন, তবে ফ্যাশন জগতের এক নতুন স্বাদ আপনার জন্য বেশ ধামাকা নিয়েই ওয়েট করছে।

বাজারের ভীর এড়িয়ে শুধুমাত্র ঘরে বসেই আপনিও কিন্তু বেছে নিতে পারেন আপনার জন্য সবচেয়ে সুন্দর লং কুর্তি টি।  কীভাবে এবং কোন অনলাইন স্টোর থেকে কিনবেন আপনার লং কুর্তিটি? চলুন বলে দিই বিস্তারিত-

অনলাইন থেকে কীভাবে কিনবেন লং কুর্তি

কুর্তি, বিশেষ করে লং কুর্তির প্রচুর জনপ্রিয়তা এবং ইউজার ফ্রেন্ডলি ফিচারের উপর ভিত্তি করে Masuka.net এ আপনি পাচ্ছেন বিভিন্ন ধরনের লং কুর্তির অসাধারণ সব কালেকশন। শুধু লং কুর্তিই নয়, অন্যান্য আরো ভ্যারাইটিস টাইপের  কুর্তি যেমন- আনারকলি কুর্তি, স্ট্রেইট ফিটিং কুর্তি, অফিসিয়াল কুর্তি, শর্ট অথবা লং কুর্তি এবং অন্যান্য আরো ট্রেন্ডি সব কুর্তির বিশাল সম্ভার হচ্ছে Masuka.net

সবচেয়ে মজার ব্যাপার হলো এই অনলাইন শপিং স্টোর এ আপনি আপনার পছন্দমতো লেন্থ, বডি মাপ অনুযায়ী কুর্তি কেনাকাটা করতে পারবেন। সকল ধরনের স্টিচড,কুর্তি, সব আপনি এই সাইটটিতে খুব সুন্দর ভাবে পেয়ে যাবেন।

আর যারা প্লাস সাইজ একটু বালকি তাদের কথা বিবেচনা করে masuka.net নিয়ে এসেছে প্লাস সাইজ বিভিন্ন মেয়েদের পোষাক

কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন

টিনেজ থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্ট, জব হোল্ডার নারী এমনকি হাউজওয়াইফ নারীদের ও একটা বিশাল পছন্দের জায়গা দখল করে আছে এই লং কুর্তিগুলো। লং কুর্তিগুলো একেবারে যে কোন বয়স, যে কোন পেশার নারীদের মানিয়ে যায় একেবারে নিখুঁতভাবে। তো পাঠক,এই যে লং কুর্তি ফ্যাশন এ নতুন দিগন্ত যোগ করেছে, আপনি ট্রাই করছেন কি? না করে যদি থাকেন এখনো,আজই অনলাইনে কিনুন লং কুর্তি

যা যা খেয়াল রাখবেন কুর্তি কেনার সময়-

১। প্রথমেই ওয়েদার দেখুন। গরমে কিনুন হালকা সুতির নরম লং কুর্তি। খেয়াল রাখবেন এই কুর্তিগুলোতে অযথা যেন ভারী কাজ অথবা লেস বসানো না থাকে। আর শীতের সময়ে আপনি বিন্দাস হয়ে কুর্তির ফেব্রিকস পছন্দ করতে পারেন। খাদি, ডেনিম সব লং কুর্তিই শীতের সময়ে বেশ আরামদায়ক।

২। কোন উদ্দেশ্য কুর্তি পরবেন সেটাও দেখা জরুরি।  কলেজ ভার্সিটি হলে আপনি শর্ট, অথবা ফ্যাশনেবল লং কুর্তি পরতে পারেন, নো প্রব্লেম। কিন্তু যদি অফিসিয়াল কাজে লং কুর্তি পরতে হয়, সিম্পল ডিজাইন বেছে নিন।

৩। ভালো এবং বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন তো আপনার কুর্তিটি কেনাকাটা করার জন্য? যেনতেন অনলাইন স্টোর থেকে লং কুর্তির অর্ডার করে শেষে প্রাইস এবং কোয়ালিটি দু’টো দিয়েই ঠকে যেন না যান, সেটাও খেয়াল রাখবেন।কেনাকাটা করার আগে পেজ এর রিকোমেন্ডেশন আছে কিনা, এবং রিভিউ গুলো ভালো করে দেখে নিবেন।

৪। লং কুর্তির সাথে প্লাজো, প্যান্ট, চুড়িদার,লেগিংস সবই মানাবে। তবে শর্ট কুর্তি হলে বেশী করে কুচিওয়ালা পাজামা ও কন্ট্রাস্ট হিসেবে ভালো মানায়। সাথে ওড়না নিতে পারেন পাজামা অথবা প্যান্ট এর সাথে ম্যাচিং করে। অথবা একেবারব রিভার্স কালারের ওড়নাও আজকাল কেউ কেউ কুর্তির সাথে পরে, সেটাও কিন্তু যথেষ্ট স্টাইলিশ মনে হয় আমার কাছে।

৫। এতো কষ্ট করে যাচাই-বাছাই করে অনলাইন থেকে ভালো একটা কুর্তি কিনলেন, কিন্তু যেটা কিনলেন সেটা এখন আর চলেইনা, কেমন ব্যাকডেটেড লাগছে, তো তখন আপনি কি করবেন? কুর্তি কেনার আগে ভালো করে অনলাইনে এ দেখে নিন ট্রেন্ডি কি কি স্টাইলে লং কুর্তি চলছে এখন।এরপর সে অনুযায়ী কুর্তি সিলেক্ট করুন।

পরিশেষে

তো দেখে নিলেন তো কিভাবে অনালাইন থেকে আপনি ও কিনে নিতে পারেন আপনার পছন্দসই লং কুর্তি?

বর্তমান ফ্যাশন ট্রেন্ড এ লং কুর্তি শুধু এক স্টাইলিশ লুক নয়, বরংচ এইটি রিপ্রেজেনটেটিভ করে আপনার রুচি, ব্যাক্তিত্ব এবং আপনার ফ্যাশন চয়েজ। লং কুর্তি একটা আরামদায়ক,  শালীন পোষাক যা যে কোন বয়সের নারীদের জন্য এফোর্ডেবল এবং এক্সেসেবল।

তো আর দেরি কেন? আজই অনলাইনে কিনুন কুর্তি

আর শুরু করেন আপনার নতুন ফ্যাশন ফুর্তি!!

ধন্যবাদ সবাইকে।

No Comments

Leave a Comment

Your email address will not be published.