শীতে আপনার চুলের যত্ন

শীতে আপনার চুলের যত্ন

আসি আসি করে শীত প্রায় এসেই গেছে আমাদের দেশে। যদিও শীতকাল অনেকেই পছন্দ করেন, কিন্তু শীত কাল নিয়ে অভিযোগের ও কিন্তু শেষ নেই অনেকের।

শীতকালের প্রধান সমস্যা হলো, এই সময়ে বাতাসের আদ্রতা অনেক কমে যায়। এর ফলে আমাদের শরীরের ত্বক এবং চুল থেকে শীতের বাতাস প্রচুর পরিমাণে  আদ্রতা টেনে  নেয়। ফলে ত্বক এবং চুল হয় রুক্ষ এবং খসখসে।

তাই শীতে আপনার চুল এবং ত্বক দুটোরই প্রয়োজন পরে আলাদা যত্নের ।

আজকের নিবন্ধে আমরা আলোচনা করবো শীত এলে চুলের যেসব সমস্যা হয়, তা দুর করে শীতে আপনার চুলের যত্ন আপনি কীভাবে  নিবেন?

তো চলুন শুরু করা যাক –

১.অতিরিক্ত শুকনো এবং খড়ের মত চুল

কারো কারো চুল এমনিতেই অনেক ড্রাই থাকে। তো দেখা যায় শীত আসলে তাদের চুল আরো রুক্ষ, ড্রাই একেবারে শুকনো খসখসে খড়ের মত হয়ে যায়। এসব চুলের যত্নে যা করা উচিৎ,  যে কোন হেয়ার স্টাইলিং টুলস বা কেমিক্যাল শীতে একদম বন্ধ করে দিবেন। শ্যাম্পু ও প্রতিদিন করবেন না। সপ্তাহে বড়জোর এক কি দু’বার শ্যাম্পু করবেন, কন্ডিশনার লাগাবেন ভালো ব্র‍্যান্ডের এবং হালকা গরম পানিতে লেবুর রস দু’ এক ফোটা মিশিয়ে চুল ধুয়ে ফেলবেন।

২।চুল খাড়া হয়ে ফুলে থাকে

সাধারণত শীতে চুলের ইলেক্ট্রিক স্ট্যাটিসিটি বেড়ে যায়। এর ফলে চুলের খাড়া হয়ে ফুলে থাকার প্রবনতা এই সিজনে প্রায়শই লক্ষ্য করা যায়। তো এই সমস্যা সমাধানে চুল ব্রাশ করার সময় ব্রাশে হালকা হেয়ার সিরাম জাতীয় কিছু অথবা হেয়ার স্প্রে লাগিয়ে নিন।

৩। ভেজা চুল একদম শুকোতে চায় না

যেহেতু শীতে কোন ধরনের হেয়ার স্টাইলিং টুলস আমরা ইউজ করতে ডিসকারেজ করি তাই শীতে ভেজা চুল শুকোতে ও হেয়ার ড্রায়ার ইউজ করতে আমরা নিরুৎসাহিত করি। যেহেতু শীতে চুল শুকোতে সময় লাগে, তাই শাওয়ারের পর একটা মোটা টাওয়াল দিয়ে চুল আগাগোড়া ভালো করে মুড়িয়ে রাখুন। প্রয়োজনে চুল এভাবে মোড়ানো অবস্থাতেই অন্যান্য কাজ যেমন, মেক আপ করা, খাওয়া দাওয়া করা ইত্যাদি সেরে ফেলুন। এরপর টাওয়াল দিয়ে আস্তে আস্তে চুল চেপে চেপে অতিরিক্ত পানিটুকু চুল থেকে বের করে দিন। বেশি জোরে ঘসে ঘসে চুল শুকোতে যাবেন না, এতে চুলের গোড়া নরম হয়ে চুল পরার হার বেড়ে যাবে।

খুব বেশি তাড়া থাকলে হালকা হেয়ার ড্রায়ার ইউজ করতে পারেন।

৪।নিষ্প্রাণ, বিবর্ণ চুল

শীতে অন্য সবকিছুর মতো চুল ও প্রাণহীন আর বিবর্ণ হয়ে পরে। এই সমস্যা দূরীকরণের জন্য সপ্তাহে একদিন চুলে এগ প্যাগ লাগান।একটা ডিমের সাদা অংশ, খানিকটা নারকেল তেল, একটা ভিটামিন ই ক্যাপসুল এবং সামান্য পেয়াজের রস। ব্যাস সপ্তাহে এই প্যাক একবার লাগালেই আপনার চুল ফিরে পাবে তার আগের প্রাণ। ইন্সট্যান্ট ইফেক্ট পেতে চাইলে চুল কয়েক ভাগে ভাগ করে, প্রতি ভাগের গোড়ায় হেয়ার ভল্যুমাইজিং অথবা হেয়ার রুট বুস্টিং জেল লাগান।

৫। চুলের রঙ হালকা হয়ে গেছে

এ সমস্যা শীতে প্রকট হয়। কালার করা হেয়ারের বিশেষ ট্রিটমেন্ট তাই শীতে নিতে হয়। বাজারে বিভিন্ন হেয়ার ট্রিটমেন্ট প্রোডাক্ট পাবেন, আপনার বিউটিশিয়ানের সাথে কথা বলে উপযুক্ত একটা প্রোডাক্ট কিনে নিন। এ ছাড়াও চুলে বিশেষ শ্যাম্পু এবং কন্ডিশনার লাগাবেন শীতের সময়।

পরিশেষে,  শীত এলে শুধু চুল নয় সবকিছুই বিবর্ণ আর মলিন হয়ে যায়। তাই শীতে আপনার চুলের বাড়তি প্রয়োজন আপনার নিতেই হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, যদি ভিতর থেকে আপনি স্বাস্থ্যসম্মত ঝলমলে চুল চান, তবে আপনাকে প্রচুর ফ্রেশ এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে। প্রতিদিন একটি করে ডিম খাবেন, ফলমূল,  শাকসবজি প্রচুর খাবেন। আর হ্যাঁ পানি ও কিন্তু বেশি করে পান করতে ভুলবেন না।

শীতে আপনার চুলের যত্ন নিন, আপনার নিজের যত্ন নিন।

ধন্যবাদ।

No Comments

Leave a Comment

Your email address will not be published.